সময়ের চলমান ভেলায় সওয়ার হয়ে আমাদের মাঝে হাজির হতে যাচ্ছে জাতীয় জীবনের বিজয় ও গৌরবময় মাস ডিসেম্বর। ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে কৃষক-শ্রমিক, ছাত্রজনতা, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশার লাখো শহীদের আত্মত্যাগ এবং সম্ভ্রমহারা মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিজয়ের এই মাসে নবীন প্রজন্মকে আমাদের স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগ সম্পর্কে অবগতি করার জন্য সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) এর সহযোগিতায় স্টুডেন্ট কেয়ার সোসাইটি পুরো ডিসেম্বর মাসে আয়োজন করতে যাচ্ছে “বিজয় কুইজ প্রতিযোগিতা-২০১৮”। প্রতিযোগিতা সম্পর্কিত নিয়ম-কানুন অতি শীঘ্রই স্টুডেন্ট কেয়ার সোসাইটি এর ফেসবুক আইডি থেকে জানানো হবে। গত বিশ্বকাপ কুইজের মত আপনাদের সাড়া পাব বলে আশা রাখি। হ্যা, আর বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুস্কার।